খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ-কাজল জুটি। বলিউডের আলোচিত রোমান্টিক জুটিকে আবারও একসঙ্গে দেখার জন্য অনেকেই অপেক্ষার দিন গুনতে শুরু করেছেন। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে এই জুটির সিনেমা ‘দিলওয়ালে’।
সিনেমাটির ট্রেলার ইউটিউবে প্রকাশ পেয়েছে সোমবার (৯ নভেম্বর)। ট্রেলার প্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় শাহরুখ-কাজল এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ট্রেলারের শুরুতেই শাহরুখের মুখে শোনা যায়, ‘দিল সবার মাঝেই থাকে, কিন্তু সবাই দিলওয়ালে হয় না’- এই সংলাপ।
এটি ইউটিউবে প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ভিজিটর লক্ষাধিক ছাড়িয়ে গেছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বরুণ শর্মা, জনি লিভার, বিনোদ খান্না, বোমান ইরানি ও কবির বেদি।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী। পরিচালনা করেছেন পরিচালক রোহিত শেঠি। প্রযোজনা করেছেন শাহরুখ পতœী গৌরি খান।