Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: আলোর উৎসবে যখন মাতোয়ারা গোটা দেশ। তখন ঘর থেকে দূরে শুটিংয়ে ব্যস্ত দেব-শুভশ্রী। কিন্তু তা বলে কি কাজ করেই কাটিয়ে দেবেন গোটা দিওয়ালিটা। তা কি হয়? তাইতো শুটিংয় স্পটেই টিম ‘ধূমকেতু’ সঙ্গে নিয়ে দিওয়ালি পালন করলেন দেব শুভশ্রী।
কৌশিক গঙ্গোপাধ্যয়ের আগামী ছবি ‘ধূমকেতু’ শুটিংয়ে আপাতত নৈনিতাল রয়েছেন এই জুটি। সেখানেই রং মশাল, তুবড়ি, চড়কির ফুলঝুড়িতে মাতলেন সিনেতারকারা। বেশ কয়েক বছর পর টলিপাড়ায় ফিরেছিল এ জুটি? সম্পর্কের চোরাটান ছাপিয়ে পেশাদারিত্বের আলোতে ফিরেছিলেন দু’জনে। এ ছবি দিয়েই প্রযোজক দেবের যাত্রা। শুভশ্রীকে সঙ্গে নিয়েই সে যাত্রা শুরু করেছেন নায়ক। বেশ কয়েক বছর অন্তরালে থাকলেও ধূমকেতুর মতোই যেন ফিরে এসেছে এ জুটি।
সম্প্রতি বরবেশী দেব ও কনের সাজে শুভশ্রীর মুক্তি পেয়েছে এই ছবির ফাস্টলুক ।প্রথম লুকে বিয়ের বেশে ধরা দিয়েই ফ্যানদের মন জয় করেছেন তাঁরা। সকলে একবাক্যে প্রায় স্বীকার করেছিলেন, এ জুটির সারল্যই এদের ইউএসপি। বিয়ের সাজে তাদের ছবির সেই সারল্যই যেন বোল্ড করেছিল ফ্যানদের।