খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: চরপনূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর তাকে র্যাবের কাছে নয়, পুলিশের কাছেই হস্তান্তর করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিরোধী রাজনৈতিক নেতৃত্বদের গণগ্রেফতার বন্ধের দাবিতে ‘প্রত্যাগত প্রবাসী সমাবেশ’ নামক একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নূর হোসেনকে পুলিশের কাছেই হস্তান্তর করা উচিত ছিল। র্যাবের একজন বড় অফিসার নারায়াণগঞ্জে সাত খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। আর তাদের কাছেই হস্তান্তর করেছেন! এর মাজেজা আমি জানি না।’
‘এ মামলায় আসাসি একজন মন্ত্রীর জামাই’ উল্লেখ করে শাহ মোয়াজ্জেম বলেন, ‘তিনি কারাগারে জামাই আদরে আছেন।