খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: আপাতত জিয়াউর রহমানের মাজার সরানোর কথা সরকার ভাবছে না বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে লুই আই কানের নকশা বাস্তবায়নের কাজে হাত দিলে শুধু মাজার নয় কোনও প্রকারের স্থাপনা সেখানে থাকবে না বলেও জানান তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জামায়াত-বিএনপির নৈরাজ্য ও গুপ্ত হত্যা বন্ধের প্রতিবাদ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, হাসিবুর রহমান মানিক, শাহজাহান আলম সাজু, অরুণ সরকার রানা প্রমুখ।
দেশে চলমান পরিস্থিতির জন্য বিএনপির একাংশ ও জামায়াতকে দায়ী করে কামরুল ইসলাম বলেন, বর্তমান এ সব অস্থিতিশীল কাজের জন্য একাত্তরের পরাজিত অপশক্তি দায়ী। যারা একাত্তরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশের এরকম নৈরাজ্য সৃষ্টি করছে।