খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: এ্যাঞ্জেলিনা জোলি বরাবরই সাহসী অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে ‘জিয়া’ ছবিতেই হোক বা তাঁর শেষতম ছবি ‘বাই দ্য সি’, চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে নিজেকে উন্মুক্ত করা নতুন কিছু নয়। তবে এর আগে এমন অস্বস্তিতে বোধহয় পড়েননি এ্যাঞ্জেলিনা জোলি।
‘বাই দ্য সি’-তে একাধারে অভিনেত্রী এবং পরিচালকের ভূমিকাতেও রয়েছেন জোলি। সেখানেই স্বামী ব্র্যাড পিটের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে তাঁর। সেটা নিয়েই যত চর্চা। জোলি জানাচ্ছেন, ব্র্যাডের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য অভিনয় করতে খুবই অস্বাচ্ছন্দ্য বোধ করেছেন তিনি। জোলি বলেন, ‘বাথটাবে নগ্ন হয়ে শুয়ে রয়েছি, হাতে আই-প্যাড। সেখানেই শটটির যাবতীয় খুঁটিনাটি দেখছি।
অন্যদিকে দরজায় দাঁড়িয়ে রয়েছেন ব্র্যাড। আমি পরিচালক হিসাবে তাঁকেই ভিতরে এসে আমার সঙ্গে অন্তরঙ্গ হতে বলছি। আমাদের সামনেই একগুচ্ছ ইউনিটের লোক দাঁড়িয়ে রয়েছেন। এর আগে ক্যামেরার সামনে এমন অস্বস্তির মধ্যে কোনও দিন পড়িনি।’
তবে এ্যাঞ্জেলিনা একলা নন, ব্র্যাড-ও যথেষ্ট অসুবিধায় পড়েছেন এমন দৃশ্যে অভিনয় করতে। এর আগে তাঁরা স্ক্রিন শেয়ার করেছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে। সেখানেই তাঁদের প্রেম পরিণতি পায়। এ হেন ব্র্যাড নিজের স্ত্রীর সঙ্গে অন-ক্যামেরায় যথেষ্ট অপ্রতিভ। জোলি আরও বলেন, ‘দৃশ্য তো শেষ, কিন্তু তখনও আমি বাথটাব থেকে বের হতে পারছি না। কারণ আমার পরনে কিছুই নেই। মিনিটরে গিয়ে যে দৃশ্যটি দেখে নেব সাটও করতে পারছি না। অন্য দিকে ব্র্যাড-ও অভিনয় শেষ করে তোয়ালে জোগাড় করতেই ব্যস্ত হয়ে পড়ল। তাড়াতাড়ি তোয়ালে এনে আমাকে জড়িয়ে দেয় ও। গোটা সময় ধরে ও তোয়ালে ডিউটিতেই ছিল।’
টাইমস অব ইন্ডিয়া