Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডের পর চার দিনের ম্যাচের সিরিজও জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।
বুধবার হারারেতে দুই দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি ড্র হয়। প্রথম ম্যাচ জেতায় ১-০ ব্যবধানেই সিরিজ নিজেদের করে নেয় শুভাগত হোমের দল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে বুধবার চতুর্থ ও শেষ দিনে ৫ উইকেটে ৩৭৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে দিনের খেলা ৩৫ ওভার বাকি থাকতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৭৮ রান।
লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ২২ ওভারে ৪ উইকেটে ৮৮ রান তোলার পরই ড্র মেনে নেয় দুই দল। যদিও লক্ষ্যে খেলতে নেমে বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। ৩০ রানে ৩ আর ৫২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। তবে পঞ্চম উইকেটে শুভাগত ও মোসাদ্দেক হোসেনের ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ ড্র করে তারা। মোসাদ্দেক ২৫ ও শুভাগত ১৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ২২৩ রান। ব্র্যায়ান চারি ১২১ ও পিটার মুর ৯৩ রান নিয়ে বুধবার শেষ দিনের ব্যাটিং শুরু করেন।
দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন মুর। তবে সেঞ্চুরির পরই মুরকে (১০৩) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে বিদায় করেন সফরকারীদের বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব। চারিও দ্রুতই সাজঘরে ফেরেন। দলীয় ২৪৯ রানে ব্যক্তিগত ১২৮ রান করে মুক্তার আলীর শিকার হন চারি।
এরপর দলীয় ২৭৫ রানে ভুসি সিবান্দাকে এলবিডব্লিউ করেন শুভাগত হোম। তবে পঞ্চম উইকেটে রায়ান বুর্ল ও গডউইল মামহিয়ো মিলে ৯১ রানের বড় জুটি গড়েন। সেই সঙ্গে দুজনই ফিফটি তুলে নেন। মামহিয়ো ঠিক ৫০ রান করে ফেরার খানিক বাদেই ৫ উইকেটে ৩৭৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বুর্ল অপরাজিত ছিলেন ৫১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ‘এ’ দল প্রথম ইনিংস: ৭৬.৫ ওভারে ৩০৩ (গুমবিয়ে ৭০, মুর ৬২, মাসকাদজা ৫০, বুর্ল ৪২; শহীদ ২/৪২, শুভাগত ২/৪৫, সজীব ২/৭০, জায়েদ ২/০১৬, মুক্তার ১/৩৫) ও দ্বিতীয় ইনিংস: ১১৩.২ ওভারে ৩৭৬/৫ ডিক্লে. (চারি ১২৮, মুর ১০৩, বুর্ল ৫১, মামহিয়ো ৫০; মুক্তার ২/৭৩, সজীব ২/৭৬, শুভাগত ১/৫২)।
বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংস: ১০০.১ ওভারে ৪০২ (তাসামুল ১০২, শুভাগত ৯২, মোসাদ্দেক ৮৫, নুরুল ৫২, মিথুন ২৩; শাংউই ৩/৭০, তিরিপানো ৩/৮৯) ও দ্বিতীয় ইনিংস: ২২ ওভারে ৮৮/৪ (রনি ৩০, মোসাদ্দেক ২৫*, শুভাগত ১৯*; নিয়াউচি ৩/২৩, শাংউই ১/৩২।
ফল: ম্যাচ ড্র।