খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : ভারতে ব্যান্ডউইথ রফতানির জন্য আখাউড়া-আগরতলা সীমান্তের জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বৃহস্পতিবার বিএসসিসিএল জানায়, সংস্থার চাহিদা অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহের পর উদ্বৃত্ত ব্যান্ডউইথ ভারতে রফতানি করতে এটি স্থাপন করা হয়।
এই ব্যান্ডউইথ রফতানি প্রক্রিয়ায় বিএসসিসিএল দেশের অভ্যন্তরে ফাইবার অপটিক লিঙ্ক প্রদান করেছে। গত ১৬ নভেম্বর আখাউড়া স্থলবন্দরের পাশে জিরো পয়েন্টের কাছে বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) স্থাপিত অপটিক্যাল ফাইবারের সঙ্গে বিটিসিএল’র রিডান্ডেন্সিসহ স্থাপিত ফাইবার সংযোগ দু’দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হয়।
এ সংযোগের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রফতানির দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো।
এর আগে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর উপস্থিতিতে ১৩ নভেম্বর আখাউড়া সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের কাজ শুরু হয়।
বিটিসিএল’র জিএম ট্রান্সমিশন শাহীদুল আলম এবং মার্কেটিং প্রধান কবির হাসানসহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।