Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনকে সাধুবাদ জানিয়ে তাদের ক্ষমা না করার ‘প্রত্যাশা’ ব্যক্ত করেছে গণজাগরণ মঞ্চ।
প্রাণভিক্ষার আবেদনের প্রতিক্রিয়ায় শনিবার মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার গণমাধ্যমকে বলেন, এই আবেদনকে আমরা সাধুবাদ জানাই।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, এর মাধ্যমে এত এত মানুষকে হত্যা করার যেসব অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে সেগুলো তারা স্বীকার করে নিল। তারা এতদিন পর অন্তত বুঝতে পারল, তারা অপরাধ করেছিল এবং তারা অনুতপ্ত হলো যে এটা তাদের অপরাধ ছিল।
এ সময় প্রাণভিক্ষার এই আবেদনকে ‘শুধুই আনুষ্ঠানিকতা’ হিসেবে অভিহিত করে ক্ষমা না করার প্রত্যাশা ব্যক্ত করেন। রিভিউ খারিজের মধ্য দিয়ে আইনি লড়াই চূড়ান্ত নিষ্পত্তির পর যুদ্ধাপরাধী বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের শেষ সুযোগ ছিল দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক এই দুই মন্ত্রীর দণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে শনিবার তারা প্রাণভিক্ষার আবেদন করেন।
নিয়ম অনুযায়ী, কারাবন্দিদের ক্ষমার আবেদন কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যায় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠায়। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এই বিষয়ে সিদ্ধান্ত দেন।
ইমরান বলেন, এই বিচারে তো দুইটা পক্ষ। একপক্ষ যুদ্ধাপরাধীরা এবং অন্যপক্ষ বাংলাদেশের জনগণ। রাষ্ট্রপতি নিজেও একজন মুক্তিযোদ্ধা। জনগণের আকাক্সক্ষার বাইরে গিয়ে তো নিশ্চয়ই রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন না। আমরা প্রত্যাশা করি, যেহেতু এটা ক্ষমার অযোগ্য অপরাধ, সেহেতু রাষ্ট্রপতি তাদের ক্ষমা করতে পারবেন না। প্রাপ্য শাস্তি তারা পাবে।