Wed. Sep 17th, 2025
Advertisements

61খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: মুখে কিছু বলেননিবলার মানুষও তিনি নন। তবে প্রথম ম্যাচ থেকেই তাঁর দেহভাষায় ছিটকে বেরোচ্ছে প্রতিজ্ঞা। মাশরাফি বিন মুর্তজার নিজেকে প্রমাণ করার কিছু নেই। কিন্তু তবুও কিছু জবাব দেওয়ার হয়তো আছে। সেই জবাবই চলছে। প্রথম ম্যাচে প্রায় একাই লড়াই করেছেন। আটে নেমে খেলেছিলেন দলের সর্বোচ্চ ইনিংস। ​আজ ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে আনলেন পাঁচে। পুরোদস্তুর ব্যাটসম্যানের মতো ৩২ বলে ৫৬ রানের অপরাজিত এক ইনিংস খেলে জেতালেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে।
টানা তৃতীয় ম্যাচ খেলতে নামা চিটাগং ভাইকিংস প্রথমে ব্যাট করে ১৭৬ রান করেছিল। জবাব দিতে নেমে ৫৪ রানে তিন উইকেট পড়ে গেল কুমিল্লার। চাপে পড়া দলকে টেনে তুলতে নিজেকে অনেক ওপরে নিয়ে এলেন মাশরাফি। চারটি চার ও ৩ ছক্কায় খেললেন অসাধারণ এক ইনিংস। ৫২ বলে ৬৯ রানে অপরাজিত ছিলেন মারলন স্যামুয়েলসও। ওভারে প্রায় ১১-র কাছাকাছি রান তোলা দুজনের অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি ৭ রানে জেতাল কুমিল্লাকে।