Wed. Oct 15th, 2025
Advertisements

71খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: দক্ষিণী ছবির নায়িকা এবং উপস্থাপিকা শ্র“তি মেনন একটি বিয়ের গয়নার ফটোশুটে নগ্ন হলেন। এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
একটি বিয়ের ম্যাগাজিনের হয়ে এই শুটিং করেছেন নায়িকা। সেখানে দেখা যায়, তাঁর খোলা পিঠের আলস্যে জড়িয়ে রয়েছে গয়নার মায়া। আর সেই ছবি ভাইরাল হয়ে উঠে তাবত ওয়েব দুনিয়ায়। সেই ছবি আবার নিজের সোশ্যাল সাইটে তিনি শেয়ারও করেছেন।
আর সমালোচনার জবাবে শ্র“তি বলেন, ‘নান্দনিক ভাব বজায় রেখেই শুট করেছি। আমার তো মনে হয় না এতে খারাপ কিছু রয়েছে।’ তিনি আরো জানান, শ্যুটে ব্যবহৃত সব গয়না তার অনেক পছন্দ হয়েছে, নিজের বিয়েতেও তিনি এমন গয়নাই চান। আর ছবিগুলোতে ফটোগ্রাফার সেভাবে তাকে দেখিয়েছে এটাও নাকি তার অনেক পছন্দ হয়েছে।