খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স খুব শিগগিরই বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন লরেন্স।
হলিউড লাইফের খবরে জানা গেছে, কিছুদিন আগে লন্ডনের এক রেস্তোরাঁয় প্রেমিকের সঙ্গে সময় কাটান লরেন্স। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন এ তারকা জুটি। ক্যামেরার চোখ এড়ায়নি ২৫ বছর বয়সী এ অভিনেত্রীর বাম হাতের অনামিকার নীলকান্তমণির আংটিটিও। তাই হলিউড জুড়ে এখন জোর গুঞ্জন, হল্টের সঙ্গে বাগদানের কাজটা বুঝি সেরেই ফেলেছেন লরেন্স। তবে লরেন্স বাগদানের কথা অস্বীকার করলেও অচিরেই তারা বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এ প্রসঙ্গে লরেন্স বলেন, ‘হল্টের মতো একজন মানুষকে আমি প্রেমিক হিসেবে পেয়ে দারুণ সুখী। তাই অচিরেই আমাদের প্রেমকে পরিণয়ে রূপ দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে অবশ্যই ঘটা করে বাগদান অনুষ্ঠানও করব।
সূত্রটি আরো জানিয়েছে, ২০১১ সাল থেকে হল্টের সঙ্গে প্রেম করছেন লরেন্স। ‘দ্য এক্স মেন: ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং সেটে তাদের পরিচয় ঘটে। দু’বছর প্রেমের পর ২০১৩ সালের শুরুতে সম্পর্কের ইতি টেনেছিলেন এই জুটি। তবে কিছুদিন আগে লরেন্স-হল্টের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। লরেন্সের সঙ্গে হল্ট ‘দ্য এক্স মেন: ডেইজ অব দ্য ফিউচার পাস্ট’ ছবিতেও অভিনয় করেছেন।