Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: কলকাতার নায়ক সোহম ও বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের ছবি ‘ব্ল্যাক’ ৪ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটির প্রচারে অংশ নিতে আগামীকাল বুধবার এক ঝটিকা সফরে ঢাকায় আসছেন সোহম। এ খবর নিশ্চিত করেছেন ছবির বাংলাদেশ অংশের প্রযোজক ও পরিচালক কামাল কিবরিয়া।
কামাল কিবরিয়া বলেন, এরই মধ্যে ব্ল্যাক ছবির গান ইউটিউবে ছাড়া হয়েছে। গানগুলো দেখার পর ‘ব্ল্যাক’ নিয়ে বিভিন্ন মহলে অনেক আলোচনাও হয়েছে। এ ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকের আগ্রহটাও আমাকে মুগ্ধ করেছে।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ ছবিটি ২৭ নভেম্বর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশ অংশের প্রযোজক ও পরিচালক কামাল কিবরিয়ার দাবি, ছবিটি একই দিনে ঢাকায় ও কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিল।