খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ :স্কদ্বিতীয় সন্তানের জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান। তবে এবার মেয়ে নয়, ছেলে। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এক হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন ৩৫ বছরের কিম।শনিবার কার্দাশিয়ানের ওয়েবসাইটে এক পোস্টে জানানো হয়, ‘মা ও ছেলে সুস্থ আছে।’ছেলের নাম কি রাখা হবে তা এখনও ঠিক করেননি কিম-কেনি দম্পতি।শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করে এই তারকা লিখেছিলেন, ‘সন্তানের জন্ম দিতে আমি তৈরি।’২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিম ও কেনি দম্পতির এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৩ সালে মেয়ে সন্তান নর্থ ওয়েস্টকে জন্ম দেন যুক্তরাষ্ট্রের এই টিভি তারকা