Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : জেলার ছয়টি পৌরসভার মধ্যে উজিরপুরে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মেয়র প্রার্থী মনিরুজ্জামানসহ ৫টি পৌরসভায় ১১ জন কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব পৌরসভায় মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এরমধ্যে মুলাদী পৌরসভায় মেয়র, কাউন্সিলর পদে দাখিল করা সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় উজিরপুরে ওই মেয়রপ্রার্থীসহ চারজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার ঝুমুর বালা।
বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডের হেমায়েত খলিফা, ৫নং ওয়ার্ডের সহাদেব কুমার দাস, হাসেম সরদার ও ৭নং ওয়ার্ডের স্বপন হাওলাদার। এখন এ পৌরসভায় তিনজন মেয়র প্রার্থীসহ নয়টি ওয়ার্ডে ৩৮জন কাউন্সিলর ও সংরক্ষিত ১১জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

গৌরনদীতে চারজন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজন ও ৩৮জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান জানান, ঋণখেলাপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় সংরক্ষিত ১নং ওয়ার্ডের প্রার্থী তাইয়াবা আক্তার সুইটি, ছালমা আক্তার ছবি ও সংরক্ষিত ২নং ওয়ার্ডের প্রার্থী খাদিজা বেগম এবং ৩নং ওয়ার্ডে কাজী তৌফিক ইকবাল স্বজল, ৬নং ওয়ার্ডে কবির হোসেন খান, ৯নং ওয়ার্ডের আব্দুস সামাদ আকন মুন্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ওই পৌরসভায় চারজন মেয়র প্রার্থীসহ নয়টি ওয়ার্ডে ৩৫জন কাউন্সিলর ও সংরক্ষিত ১০জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

বাকেরগঞ্জের ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম খান ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন ওই পৌরসভায় চারজন মেয়র প্রার্থীসহ ৯টি ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

বানারীপাড়ার ঋণখেলাপির অভিযোগে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল আলম ও ৬নং ওয়ার্ডের ইলিয়াস বালীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই পৌরসভায় এখন ছয়জন মেয়র প্রার্থীসহ ২১ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় মেহেন্দীগঞ্জের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোসলেম মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই পৌরসভায় এখন তিনজন মেয়র প্রার্থীসহ ৩৪ জন কাউন্সিলর, ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী এবং মুলাদী পৌরসভায় সাতজন মেয়র প্রার্থী ছাড়াও ৩৫ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।