খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: বলিউডের দাবাং খ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে গোপনে বিয়ে হয়েছে রোমানিয়ান লুলিয়া ভানতুরের। এটা গুজব ছিল। কিন্তু এই প্রথম লুলিয়ার সঙ্গে সালমানকে এক গাড়িতে দেখা গেল। খবর আনন্দবাজারের।
তাদের দু’জনকে একসঙ্গে ফ্রেমবন্দি করতে পারলেন পাপারাৎসিরা।
গত সোমবার রাতে অভিনেতা বরুণ ধবনের বাড়ি থেকে এক গাড়িতে বেরোতে দেখা যায় সালমান-লুলিয়াকে। গাড়ির সামনে বসে ছিলেন সালমান। পিছনের সিটে ছিলেন লুলিয়া। যদিও সালমান ছবি তুলতে বারণ করেছিলেন। কিন্তু সালমানের সঙ্গে তার বান্ধবীকে পেয়ে ছবি তোলার সুযোগ কেউ ছাড়েননি।
বলিউডে জোর আলোচনা চলছে, তা হলে কি সত্যিই এ বার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান? দিন কয়েক আগে সল্লু মিঞা জানিয়েছিলেন, ‘আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভাল লাগছে। শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে’। সলমনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামী ২৭ ডিসেম্বর ৫০ পূর্ণ করবেন ভাইজান। আর জন্মদিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলবেন তিনি।