Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫: রণবীর সিং আর তাকে নিয়ে জল্পনা-কল্পনা মোটামুটি একটি পর্যায়ে এসে দাঁড়ানোর মুহূর্তে যেন বিষয়টি আরেকটু উস্কে দিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন।

দীপিকার সঙ্গে রণবীর কাপুর আর সিংয়ের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি বলিউড পাড়ায়। তবে এই মুহূর্তে অনেকটা নিশ্চিত করেই বলা যাচ্ছে কাপুর নয় বরং সিংয়ের সঙ্গেই ভালো সময় কাটছে এই তারকার।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে অনেকটা স্পষ্ট ধারণাই দেওয়া হয়েছে দীপিকার পক্ষ থেকে। রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক ছাড়াও নানা বিষয় নিয়ে ওই সাক্ষাৎকারে জানিয়েছন তিনি।

রণবীর সর্ম্পকে প্রশ্ন করা হলে দীপিকা বলেন, ও (রণবীর) আমার সবচেয়ে ভালো একজন বন্ধু। আমি আবেগ প্রবণ, সংবেদনশীল ও খুব সহজেই যে কেউ আমাকে আঘাত করতে পারে আমিও পারি।

দীপিকার কথায়, আমি রণবীরের সামনে নগ্ন হতেও আপত্তি করি নাৃ এবং আমি জানি সে কখনই আমাকে আঘাত করবে না। কোনও সুবিধাও নিতে চাইবে না আমার কাছ থেকে। আমাদের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাসই এর কারণ।-আবাং

বলিউডের এই তারকা বলেন, আমি রণবীরের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি এজন্যই ওকে ভালোবাসি ও সম্মান করি।

রাম-লীলা ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ সখ্য গড়ে ওঠে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে। একসঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি ওই সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ঘন ঘন দেখা যেতে থাকে এ জুটিকে। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রেম নিয়ে জোর গুঞ্জন ছড়ায় বলিউডে।

সদ্য মু্ক্িত পেয়েছে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের ‘তামাশা’ সিনেমা। এই সিনেমায় দীপিকা এবং তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের কেমিস্ট্রির প্রশংসাও করেছেন রণবীর সিং।

তবে এত কিছুর পরও সম্প্রতি রণবীর সংবাদ মাধ্যমের কাছে দাবি করে বলেছেন, দীপিকাকে আমার সঙ্গেই সবচেয়ে ভালো লাগে। আমাদের কেমিস্ট্রি হট স্থান দখল করে আছে।