খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং প্রাণী অধিকারকর্মী লিওনা লুইস বাংলাদেশে চামড়াশিল্পে ব্যবহৃত গরুদের প্রতি বর্বর আচরণের অভিযোগ এনেছেন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশে যেভাবে গরুদের আনা হয় এবং যে পরিস্থিতিতে রাখা হয় তা তুলে ধরা হয়।
পিপল ফর দ্য এথনিকাল ট্রিটমেন্ট ফর অ্যানিমেলস (পেটা) -এর জন্য নির্মিত এই ভিডিওতে লুইস দেখিয়েছেন, ভারত থেকে আনা এই গরুগুলো চামড়ার জন্য বাংলাদেশে পাঠানো হয়।
ভিডিওটিতে একটি বার্তায় তিনি জানান, “বিশ্বজুড়ে বাংলাদেশের পণ্য খুবই সস্তা দরে বিক্রি হয়। দেশের কোটি ডলার মূল্যের চামড়া শিল্পের জন্য যে চড়া মূল্য দিতে হচ্ছে এসব পশু এবং এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের, তাদের দুর্দশার অবস্থা তুলে ধরে এই চাঞ্চল্যকর তথ্যচিত্রটি।”
পেটার তদন্ত অনুসারে, অনেক গরুই লেজ এবং দেহের অনেক স্থানে ক্ষত নিয়ে বাংলাদেশে আসে। দুর্বলতা এবং অপুষ্টির জন্য এই গরুগুলো দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারে না। নৃশংসভাবে ছুরি দিয়ে তাদের মস্তক ছিন্ন করা হয়, এমনকি ছুরি চালানোর পরও চামড়া ছাড়ানোর সময় তারা যন্ত্রণা থেকে রেহাই পাবার জন্য ছটফট করে। এছাড়াও ট্যানারিগুলোতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় চামড়া ঠিক রাখার জন্য। এই পেশার সঙ্গে নিয়োজিত শ্রমিক, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে, তারা এই বিষাক্ত পদার্থের প্রকোপ থেকে রেহাই পায় না। এছাড়া যেসব যন্ত্র ব্যবহার করে তারা এই কাজগুলো করে সেগুলো খুবই বিপদজনক। এভাবে অনেকেই তাদের আঙ্গুল হারিয়েছে।
লুইস তার নিজের ভিডিওটিতে আরও জানান, “চামড়ার ব্যবসা পশু, শ্রমিক এবং পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতিকর। আপনি যা কিনছেন, সেটি নির্মাণের ঝুঁকির কথা চিন্তা করুন এবং এরকম পণ্য কেনা থেকে বিরত থাকুন যা পণ্য নির্মাতা এবং অন্যান্যদের জন্য ঝুঁকিপূর্ণ।”