খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: ২০১৫ সালের শেষ ছবি হিসেবে মুক্তি পাচ্ছে ‘লালচর’। জাজ মাল্টিমিডিয়া পরিবেশিত সিনেমাটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ঢাকা ও তার আশপাশের কিছূ এলাকায়।
এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন নাট্যাভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী। ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন এবং মোহনা মিম।
নির্মাতা জানালেন, শুরুতে ঢাকা এবং তার আশপাশের এলাকায় ৩০-৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লালচর’।
গত মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্রটির পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সিনেমাটি ব্যবসাসফল হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী জাজ – এমন প্রশ্নের জবাবে আব্দুল আজিজ বললেন, তারা টাকার জন্য চলচ্চিত্রে লগ্নি করেন, অন্য কোনো কারণে নয়।