Wed. Aug 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেছিলেন কালো ছেলে দেখলেই প্রেমে পড়ে যান এবং স্মৃতি হিসেবে আরো বলেছিলেন, ‘আমি ছোটবেলা থেকেই অনেক প্রেম করেছি। কালো ছেলে আমার পছন্দ। কালো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাই। আমি প্রথম যে কালো ছেলেটির প্রেমে পরেছিলাম, সে একটি চিঠি দিয়েছিলো আমাকে। আমি তার হ্যান্ড রাইটিংয়ে এমন মুগ্ধ হয়েছিলাম যে, তার হ্যান্ড রাইটিং ফলো করা শুরু করি। এখন আমার যে হ্যান্ড রাইটিং তা অবিকল সেই ছেলেটির মতো।’

এ তো গেল পুরান খবর। এবার হলো নতুন খবর। সত্যিই মাহি প্রেম করছেন সেই কালো ছেলের সঙ্গে। ছেলেটির নাম শাওন শাহরিয়ার। মাহির ফেসবুকে যার ছবি ঝুলছে। অবশ্য পরে আর মাহির ফেসবুকে ছবিটি দেখা যায় নি।

শনিবার সকালে তিনি ছবিটি প্রকাশ করেন। তিনিই মাহির প্রেমিক। কিন্তু এখনও একটি প্রশ্ন উঠেছে পারিবারিক ভাবে নাকি মাহি ও শাওন বিয়ে করেছেন ময়মনসিংহে। কারন শাওনের গ্রামের বাড়ী ময়মনসিংহে।

তাছাড়া শাওন মাহির জন্মদিনে মাহিকে তাঁর বউ বলে আখ্যায়িত করেছেন।

প্রেম করছেন বোঝা গেল কিন্তু বিয়ে করেছেন কিনা এটা জানার জন্য প্রিয়.কম থেকে মাহিকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে মাহির গোপন সূত্রে জানা গেছে, সত্যি বিয়েটা করে ফেলেছেন তাঁরা।