Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: সোয়ানলাভ নামের একটি নতুন কোম্পানি একটি নতুন মিশন নিয়ে এসেছেন। তারা মানুষের দাম্পত্য জীবন দীর্ঘ করার জন্য একটি পরিকল্পনা করেছেন।তারা যেকোনো ভালবাসার যুগলকে একত্রিত করার জন্য তাদের বিবাহের খরচ বাবদ সর্বনিম্ন হিসেবে ১০,০০০ ডলার দিবেন।

গড়ে একটি বিয়ের জন্য যে খরচ হয় তার এক-তৃতীয়াংশ তারা বহন করছেন। তবে তাদের টাকা দেয়ার পেছনে মাত্র একটি শর্ত রয়েছে যে, আপনি যদি বিবাহ-বিচ্ছেদ করেন তাহলে আপনাকে সেই টাকা সুদে-আসলে পরিশোধ করতে হবে।

সুদের পরিমাণও নির্ভর করবে তাদের তারা পরিচালিত একটি পরীক্ষা। তারা একটি সফটওয়্যার তৈরি করেছেন। বিয়ের আগে তারা আপনাদের পরীক্ষা নিবে। আপনাদের সম্পর্ক যত বেশি শক্তিশালী হবে সুদের হারও ততই বেশি হবে। তার মানে এই যে তারা আপনার বিবাহ-বিচ্ছদের উপর টাকা লাগাচ্ছেন।

কিন্তু আপনার যদি নিজের প্রতি ও আপনার সঙ্গীর প্রতি বিশ্বাস থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ব্যাপারে সোয়ানলাভের কর্তৃপক্ষ বলেছেন, তারা শুধুমাত্র দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য এই পদক্ষেপ নিচ্ছেন। তারা শুধু প্রমোশন করে তাদের টাকা উঠিয়ে নিবে। এছাড়া তাদের এখানে কোন টাকার ব্যবসা নেই। তবে যারা বিবাহ-বিচ্ছেদ করে টাকা পূরণ করবে, তাদের সেই টাকা দিয়ে আবার নতুন একজনের বিয়ে দেয়া হবে।

তাদের কাজের মূল ভাষ্য হল যে, যেহেতু আপনাদের বিবাহ কোন কাজে আসেনি, তাহলে এবার অন্যদের বিয়েতে সাহায্য করুন। তাদের আরও কিছু নিয়ম রয়েছে। তারা বিবাহ-বিচ্ছেদের সম্পূর্ণ সময়ে নিজেদের চোখ রাখবেন। কোন বিয়ে যদি একপক্ষের কারণে বিচ্ছেদ করা হয়, তাহলে শুধু সে একপক্ষ টাকা দিবে। এক্ষেত্রে, অত্যাচারের বিষয়টি তারা খুব ভালভাবে লক্ষ্য করবে। যদি অত্যাচারের কারণে কোন বিবাহ-বিচ্ছেদ হয়, তাহলে অত্যাচারী ব্যক্তি সম্পূর্ণ টাকা বহন করবে।–সূত্র: মেট্রো।