Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

স্বাধীনতা, তুমি কেমন স্বাধীনতা ?
মো: মিজানুর রহমান

মনুষ্যহীনতায় হচ্ছে ধর্ষিত
জনজীবন নির্যাতিত,অতিষ্ট
জানমালের নিরাপত্তা বির্পযস্ত।
মানবতা, গুমরে গুমরে পদ্দলিত।
বাক-স্বাধীনতা, সেও আজ শৃঙ্খলিত।
গার্মেণ্ট’স-শিল্প-কলকারখানা-
অনেকটাই যেনো হয়েছে বন্ধ্যা,
ব্যবসা-বাণিজ্যে চলছে খরা-মন্দা।
চলাফেরা তাতেও আছে শঙ্কা,
ভোটাধিকারের নেই কোন বাস্তবতা,
শাসকের হাতেই সবই আজ স্তব্দতা।
স্বাধীনতা, তুমি কেমন স্বাধীনতা ?

সকালে মা বিদায় দেয়
টিপ দিয়ে তার সন্তানরে,
সন্ধ্যা হলে মা আপেক্ষায় থাকে
আসতে পারবে কি তার সন্তান
নির্বিঘেœ ঘরে ফিরে,
নেই যে তার কোনো নিশ্চয়তা।
স্বাধীনতা, তুমি কেমন স্বাধীনতা ?

শাসকেরা করতেছে অবিরাম র্দূণীতি
নেই তাদের কোনো সুনীতি,
জমাচ্ছে কালো টাকা
হারাচ্ছে জনপ্রিয়তা,
তবুও এ ক্ষেত্রে অন্ধকারে থাকছে
আইন প্রয়োগকারী সংস্থা।
ফলে,ধীরে ধীরে জাতিকে গ্রাস করতেছে
অন্ধতা আর রৈরিতা।
স্বাধীনতা, তুমি কেমন স্বাধীনতা ?

রাজনীতিতে যাবে না বিপক্ষদলের
সভা-সমাবেশ,মিছিল-মিটিং করা।
র্তজনী তুলে দম্ভ ভরে
শাসকগোষ্ঠী জারি করে ১৪৪ ধারা।
টোকাই-শিশু-ছিন্নমূল আর বাস্তুহারা
অসহায় জনগন
হয় তখন একেবারেই আধমরা।
র‌্যাব-পুলিশের অযাচিত লাঠির্চাজ
আর বেয়নটের আঘাতে-
নায্য অধিকার আন্দোলনরত
ভাই-বোনদের হচ্ছে জীবন দিতে।
এই তো আজ শাসকের
দমন-পীড়ন-নির্যাতনের বাস্তবতা।
স্বাধীনতা, তুমি কেমন স্বাধীনতা ?

দেশের আইন-বিচার-প্রশাসন
ন্যায়-নীতি দিচ্ছে বির্সজন।
করছে তারা অবিচার-অমানবিকতা,
সাথে আছে শাসকের একাগ্রতা।
যাবে না তা লেখা-বলা
শাসক করছে-সে রুপ স্পষ্টতা।
তাই তো আজ গণতন্ত্র
শাসকের নিষ্ঠুর যাতাকলে মৃতবস্থা।
তবুও চাই শাসকের
ক্ষমতা-ক্ষমতা-ক্ষমতা।
শত অন্যায়েও করা যাবে না রিরোধীতা,
তবে বর্ষিত হবে-
অপহরণ, গুম, খুনসহ সকল র্ববরতা।
শাসকের আধিপত্য আজ
এ ক্ষেত্রে একছত্রতা।
স্বাধীনতা, তুমি কেমন স্বাধীনতা ?