খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: ফাইভ সেকেন্ডস অব সামার’ নামে একটি ব্যান্ড দলের সদস্যরা সম্প্রতি তাদের নগ্ন ছবির পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। রোলিং স্টোন ম্যাগাজিনে তাদের এ নগ্ন ছবি প্রকাশিত হচ্ছে। পাশাপাশি ব্যান্ড দলটির নানা কর্মকাণ্ডও তুলে ধরা হয়েছে লেখায়, যা ভক্তদের ব্যাপক আঘাত দিয়েছে বলে জানাচ্ছেন তারা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
ব্যান্ড দলটির চারজন সদস্য হলেন লিউক হেমিংস, ক্যালুম হুড, অ্যাসটন ইরউইন ও মাইকেল ক্লিফোর্ড। তাদের এ নগ্ন ছবি ইতোমধ্যেই মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বহু মানুষই নানা বিরূপ মন্তব্য করছেন।
ব্যান্ড দলটির ছবির পাশাপাশি ইন্টারভিউও প্রকাশিত হচ্ছে রোলিং স্টোনে। এতে ব্যান্ড দলটির অনেক ভক্ত খুবই আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন অনলাইনে।
এ বিষয়ে মাইকেল ক্লিফোর্ড টুইটারে জানান, ‘মানুষ যখন কোনো ব্যান্ড দলের সব বিষয় একটি নিবন্ধে উল্লেখ করে, যেখানে ব্যান্ডের কোনো কথা নেই, তাকে আমি ঘৃণা করি।’
অনেকেই জানান, তারা আগে ব্যান্ড দলটির ভক্ত থাকলেও এরপর থেকে আর এ দলটিকে পছন্দ করতে পারছেন না।
এছাড়া ব্যান্ডটির বহু ভক্তই বিশ্বাস করতে পারছেন না যে, এটি সত্যিই ব্যান্ড দলটির বিষয়। সম্পূর্ণ বিষয়টি যেন মিথ্যা বলেই প্রমাণিত হবে, এমনটাই তাদের বিশ্বাস।
এ বিষয়ে একজন অনলাইনে লিখেছেন, ‘আমি সত্যি সত্যি আমা করি রোলিং স্টোনের এ ফিচারটি মিথ্যা এবং ফাইভ সেকেন্ডস অব সামার ব্যান্ড দলটির সদস্যরা অত্যন্ত ভালো মানুষ।