Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে গুলশান-২ চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করছে শহীদ পরিবারের সন্তানরা। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিট থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছেন তারা।
সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ঘাতক দালাল নির্মুল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবিরসহ সরকার সমর্থিত বিভিন্ন সংগঠনের নেতারা। সমাবেশে অংশ নিয়ে খালেদা জিয়ার শাস্তি দাবি করেছেন তারানা হালিম।
এর আগে গুলশানে অবস্থানরত খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয়ের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়।
বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুলশান-২ চত্বরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তানরা। বিক্ষোভ সমাবেশ শেষে খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয় ঘেরাও করতে যাওয়ার কথা রয়েছেন চত্বরের অবস্থানকারীদের।