খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: কিছুদিন আগে আমির খানের স্তুতি করেছিলেন তিনি। আর এবার জানালেন, বলিউডের সেরা ‘হ্যান্ডসাম’ হলেন রণবীর সিং। আর তাই, রণবীরের সঙ্গ যিনি পাবেন, তিনি অবশ্যই ‘লাকি’। দীপিকা নন, এবার এভাবেই রণবীর সিং এর প্রশংসা করেছেন সানি লিওন। শুধু তাই নয়, বলিউডের ‘বেবি ডল’ জানিয়েছেন, রণবীর সিং-এর সঙ্গে বসে মাস্তিজাদে দেখতে চান তিনি। রণবীরের সঙ্গে বসে মাস্তিজাদে দেখলে, রণবীর তাঁকে হাসাবেন। আর যেটা মাস্তিজাদে দেখতে বসে তিনি বেশ উপভোগই করবেন।
কী সানি লিওন-এর মুখে রণবীর সিং-এর স্তুতি শুনে একটু আশ্চর্য লাগছে তো? কিন্তু, অবাক হওয়ার কিছু নেই। মাস্তিজাদের প্রমোশনে খোলাখুলি এভাবেই রণবীর সিং-এর প্রশাংসায় পঞ্চমুখ হয়েছেন সানি। সানির মুখে নিজের প্রশংসা করে দীপিকা কী বলবেন, তা জানা নেই। কিন্তু, ‘বেবি ডল’ মুখে তাঁর পছন্দের মানুষটির এমন প্রশংসা শুনে, দীপিকা যে ভ্রু না কুঁচকে থাকতে পারবেন না, তা বোধ হয় রণবীর নিজেও বুঝতে পারছেন।