খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: নানা সংকট কাটিয়ে উঠে ঢাকাই সিনেমা যে আবার ঘুরে দাড়ানোর চেষ্ট করেছে, তার নজির ভালোই মিলেছে এ বছর। যৌথ প্রযোজনার সিনেমাগুলো যখন দর্শক মাতিয়েছে, তখন পিছিয়ে ছিল না খাঁটি দেশি চলচ্চিত্রও। আবির্ভাব ঘটেছে অনেক নতুন শিল্পীর। সব মিলিয়ে আলোচনায় থাকা ১০ সিনেমা নিয়ে এবারের আয়োজন:
ঈযযুঁব-উরষব-গড়হ-৩১। ছুঁয়ে দিলে মন