Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: এখন শীতকাল। চারদিকে বিয়ের ধুম লেগেছে। বিয়েকে ঘিরে প্রতিটি মানুষের জীবনে থাকে রঙিন সব স্বপ্ন। শোবিজের তারকা কিংবা সেলিব্রেটিরাও এর বাইরে নন! অবিবাহিত মডেল কিংবা নায়িকাদের রয়েছে বিয়ে নিয়ে নানা ভাবনা। নিশ্চয়ই ভক্তরা জানতে চান বিয়ে নিয়ে কী ভাবছেন প্রিয় তারকারা? কেমন হবে তাদের পাত্র? কবে নাগাদ ছাঁদনাতলায় বসবেন? কয়েকজন তারকার তেমনই কৌতুহলের জবাব নিয়ে এই প্রতিবেদন-
মাহিয়া মাহি
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষস্থানীয় এই চিত্রনায়িকা বলেন, ভালোবাসাটাকে আমি সবসময় একটি পবিত্র জিনিস মনে করি। কারণ প্রেম-ভালোবাসা প্রত্যেকটি মানুষের জীবনে আমূল পরিবর্তন আনে। সম্প্রতি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে বিয়ের গুজব রটে চারদিকে। বিষয়টি নিয়ে আমি খুব অবাক হয়েছি! ব্যাপারটা এমন হয়েছে যে, যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই! তবে আমি আগেও বলেছি এখনো বলছি আমি যে কোনো দিন বিয়ে করে ফেলতে পারি। সেটা আজও হতে পারে কিংবা কালও হতে পারে। আবার পাঁচ বছর পরও হতে পারে। আর পাত্র হিসেবে আমার বরাবরই কাল, হ্যাঙলা, লিকলিকে গড়নের ছেলেই পছন্দ। হাহাহাৃ
ঈশিকা খান
জনপ্রিয় মডেল অভিনেত্রী ঈশিকা খানের কাছে বিয়ের কথা জানতে চাইলে তিনি সোজাসাপ্টা উত্তর দেন। বলেন, ‘আজ কিংবা কাল যদি আমি বিয়ের জন্য যোগ্য পাত্র পাই তবে ঠিক তার একমাস পরেই বিয়ে করে ফেলবো। যেহেতু আমার কোনো বয়ফ্রেন্ড নেই সুতরাং বিয়ের পর স্বামীর সাথে চুটিয়ে প্রেম করবো। আর হ্যাঁ এও বলে রাখি, আমি চাই আমি জয়েন ফ্যামিলির বউ হবো, নিজের হাতে আমার সংসার গড়বো।’ সেক্ষেত্রে স্বামী হিসেবে প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে পছন্দ ঈশিকার।
শবনম ফারিয়া
অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ে নিয়ে ভাবনা কী? ফোনে এ প্রশ্ন ছুঁড়তেই পাশে থাকা বাবাকে তিনি জিজ্ঞেস করলেন- বাবা কেমন ছেলেকে আমি বিয়ে করবো? বাবার উত্তরটা পরিস্কার বোঝা গেল না। কিন্তু শবনম ফারিয়ার দুষ্টুমিষ্টি হাসিটা কানে আসল। পরক্ষণেই বলে উঠলেন, ‘বাবা বলেছে আমার বিয়ে এখনও ঢেঁড় দেরি! আমার মাস্টার্স শেষ হয়নি এখনও। আর পড়ালেখা শেষ না করে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছাও নেই আমার।’ কেমন পাত্র চাই সেটা তো বললেনা না? এবারে জবাব এল, ‘আমার পাত্র বিয়ের পাত্র হতে হবে এক্কেবারেই সৎ। দেখতে আহামরি সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই। তবে তার সেন্স অব হিউমার থাকা আবশ্যক। আর পারিবারিকভাবেই আমার বিয়ে হবে।’
আশা
জনপ্রিয় মডেল ও ভিট তারকা আশা বলেন, আপাতাত বিয়ে নিয়ে নিজের কোনো মাথাব্যথা নেই। তবে ফ্যামিলি চাচ্ছে আমি বিয়ের জন্য প্রস্তুতি নেই। আমিও জানিয়েছি, এখনই না। আরো কিছু সময়ের প্রয়োজন যাতে করে নিজে আরো প্রতিষ্ঠিত হতে পারি। আর প্রেম করে বিয়ে করতে চাই। বিয়েটা হবে পারিবারিকভাবেই। অন্তত চার-পাঁচ মাস একসাথে মিশবো যাতে আমাদের বোঝাপড়াটা মজবুত হয়। তাছাড়া আমি চাইবো আমি যাকে বিয়ে করবো সে যে কোনো পেশা থেকে সুপ্রতিষ্ঠিত হবে।
নাবিলা
ব্যস্ততম উপস্থাপক নাবিলা এরই মধ্যে অমিতাভ রাজার ‘আয়নাবাজি’ ছবিতে কাজ করেছেন। বিয়ে নিয়ে তিনি বললেন, ‘আপাতত মাথায় বিয়ের ভূত নেই! এটি পুরোপুরি আমার পরিবারের উপর নির্ভর করছে। আর পাত্র হিসেবে আমি চাই আমার সঙ্গী আমাকে বুঝবে এবং আমার পেশাকে সম্মান করবে। দুজন দুজনায় সুখ-দুঃখের ভাগীদার হবো।
পড়শী
ক্ষুদে গানরাজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী বিয়ের প্রসঙ্গে তুলতেই বলেন, ‘কী বলেন এসব!! আমিতো এখনও অনেক ছোট। বলা যায় আমার বিয়ের বয়সই এখনই হয়নি! এসব নিয়ে আমি ভাবিও না। এর জন্য আমার পরিবার আছে। তারা যখন চাইবে আমি তখনই বিয়ে করে ফেলবো। আমি এখন সংগীত এবং পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকতে চাই।