খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: গুগলে সবচেয়ে বেশি বার সার্চ করা হয়েছে তাঁকে। কিন্তু, ভারতীয়দের বচেয়ে প্রিয় পর্ন স্টারের তালিকায় জায়গা পাননি সানি লিওন। এমনকি, সানিকে অনায়াসে পিছনে ফেলে দিয়েছেন লেবানিজ পর্ন স্টার মিয়া খালিফা। শুনতে অবাক লাগছে তো? ভাবছেন তো, সানি কী করে জায়গা পেলেন না ওই তালিকায় ?
গুঞ্জ ইন্ডিয়া ইন্ডেক্স-এর পক্ষ থেকে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, অন্য সবাইকে পিছনে ফেলে, ভারতীয় সবচেয়ে প্রিয় পর্ন স্টার হিসেবে উঠে এসেছে মিয়া খালিফার নাম। আর তারপরেই রয়েছেন প্রিয়া অঞ্জলি রাই। যাঁকে নেট দুনিয়া প্রিয়া রাই বলেই বেশি চেনে। প্রিয়ার পরে রয়েছেন মার্কিন পর্ন স্টার জুলিয়া অ্যান। ব্রান্ডি লভ এবং আভা অ্যাডামাস রয়েছেন যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে। গুঞ্জ ইন্ডিয়া জানিয়েছে, নইন্টারনেটে যাঁদের পর্ন ফিল্ম এবং পর্ন ক্লিপ সবচেয়ে বেশি দেখেছে ভারতীয়রা, তাঁদের মধ্যে এক নম্বরে রয়েছে মিয়া খালিফার নাম।