Mon. Sep 15th, 2025
Advertisements

235222খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: বুদ্ধিমান, পাগলাটে ছেলেদের সঙ্গে প্রেম করার দিকে নজর দেওয়ার বদলে এই প্রজন্মের মহিলাদের সরাসরি উদ্ভাবক হতে পরামর্শ দিলেন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ।
সম্প্রতি হ্যাকেম লরেটো নামে এক প্রোঢ়া মার্কের প্রশংসা পঞ্চমুখ হয়েছেন। ফেসবুকের মাধ্যমে পুরনো বন্ধু পরিচিতদের খুঁজে পাওয়ায় তিনি ধন্যবাদও জানান মার্ককে।
সেখানে তিনি উল্লেখ করেন, ‘‘আমি নাতনীদের সব সময় বলি স্কুলে বুদ্ধিমান পাগলাটে ছেলেদের সঙ্গে প্রেম করতে কারণ সেই ছেলে ভবিষ্যতে জুকারবার্গ হয়ে উঠতে পারে। ’’ এরই জবাবে মার্ক লেখেন, ‘‘এর চেয়েও ভালো হয় যদি ওরাই পরবর্তীকালে সফল উদ্ভাবক হয়ে উঠতে পারেন। সেরকম হওয়ার জন্যই উৎসাহিত করুন।