খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: বলিউড বারবি ডল ক্যাটরিনা কাইফ নিজেকে রোমান্টিক দাবি করলেন। যদিও এই বিষয়ে সবচেয়ে ভাল বলতে পারবেন তার প্রেমিক রণবীর কাপুর। তবে সেই দিকে না গিয়ে অভিনেত্রী নিজেই জানালেন, তিনি নাকি ‘ডাই হার্ড রোমান্টিক’। ক্যাটরিনা অভিনীত ছবি ‘ফিতুর’ দেখলে নাকি দর্শক ভক্তরাও তাকে রোমান্টিক আখ্যা দেবেন, এমনটিই দাবি করলেন নায়িকা।
সব কিছু ঠিক থাকলে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন ক্যাটরিনা। প্রেম সম্পর্কিত প্রশ্নে ক্যাট বলেন, ‘আমি ব্যক্তিগত জীবনেও বেশ রোমান্টিক। আমি মনে করি আমার অভিনীত সিনেমা দেখলেই সেটি বোঝা যায়। তবে ‘ফিতুর’ দেখলে আপনারা বুঝবেন সেটি কতটুকু সত্যি। কারণ আমার কাছে ভালোবাসা একটি প্যাশন।’
নূর এবং ফেরদৌসের ভালবাসার কাহিনী নিয়ে ‘ফিতুর’ নির্মাণ করেছেন পরিচালক অভিষেক কাপুর। এই ছবিতে প্রথম বারের মতো জুটি বেঁধেছেন আদিত্য রায় কাপুর এবং ক্যাটরিনা। ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে কাশ্মীরে।
চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘গ্রেট এক্সপেকটেশন’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। আগামী ১২ ফেব্র“য়ারিতে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে ক্যাটরিনার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী টাবু।