Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: সানি লিওনের সঙ্গে দেখা হওয়া মোটেও নয় হাতের মোয়া। তার জন্য জানা চাই গাড়ি ধোয়া। তাও আবার ‘লায়লা’র কায়দায়। কে লায়লা? এই নামেই ‘মস্তিজাদে’তে হাজির হচ্ছেন সানি।
ছবির প্রমোশনের মাত্রা একধাপ বাড়িয়ে নতুন একটি কন্টেস্ট ঘোষণা করলেন সানি। কী করতে হবে সে প্রতিযোগিতায় অংশ নিতে হলে? কিছুই না, প্রথমে দেখে নিতে হবে কীভাবে লায়লা হয়ে সানি গাড়িটি ধুয়েছিলেন।
ইউটিউবে এ দৃশ্য এখন খোঁজার নিরিখে প্রথম সারিতে। সেরকম একটা ভিডিও তুলে স্রেফ পাঠিয়ে দিতে হবে সানির দরবারে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জগতে তা পাঠানো মোটেও আহামরি কোনও ব্যাপার নয়। আর যার যার গাড়ি ধোয়া লায়লা থুড়ি সানি লিওনের পছন্দ হবে, তাঁদের সঙ্গে দেখা করবেন তিনি। যে কোনও প্রান্তে থাকা সানির ফ্যান এ সুযোগ এ পেতে পারেন।
সানির এ সেক্স কমেডি ইতিমধ্যেই হইচই ফেলেছে। সেন্সরের কোনওরকম কাটছাঁট ছাড়াই মুক্তি পেতে চলেছে এ ছবি। আর তাই সানিকে এ ছবিতে দেখা যাবে প্রায় স্বমহিমায়, দ্বৈত ভূমিকায়। ছবির ট্রেলর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাই সানি ফ্যানদের মধ্যে ব্যাপক কলরব। তারই মাত্রা যেন এ প্রতিযোগিতায় খানিকটা বাড়িয়ে দিলেন সানি নিজে।