খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: সালমান শাহের প্রয়াণের পর ঢাকাই সিনেমায় রোমান্টিক হিরো হিসেবে একচেটিয়া অভিনয় করে গেছেন রিয়াজ। ‘পড়েনা চোখের পলক’ গানের সেই আবেগী তরুণ আবার পর্দায় ফিরেছেন। বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে তাকে মানিয়েছেও দারুণ।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এ জুটির নতুন সিনেমা ‘সুইটহার্ট’-এর ‘গান কেন রে তোর মাঝে’। যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’-এর পর বলিউডি ধাঁচের নাচটা ভালোই রপ্ত করে নিয়েছেন মিম। আর অভিব্যক্তিতে রিয়াজ অনবদ্য ছিলেন বরাবরই।
দেশের বাইরে চিত্রায়িত গানটির নৃত্য নির্দেশনা, চিত্র ধারণ ও সম্পাদনার কাজ প্রশংসনীয়।
শ্র“তিমধুর এই প্রেমের গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ুন এবং রমা। গানের কথা লিখেছেন সুদিপ কুমার দিপন, গানটিতে সুরও করেছেন আহমেদ হুমায়ূন।
ওয়াজেদ আলি সুমন পরিচালিত প্রেমের ছবি ‘সুইটহার্ট’-এ প্রথমবারের মতো মিমের সঙ্গে জুটি বেঁধেছেন রিয়াজ। রিয়াজ-মিম ছাড়াও সিনেমায় অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে শম্পা রেজাকে।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘সুইটহার্ট’ মুক্তি পাবে ১২ ফেব্র“য়ারি।