খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: এতদিন শোনা যাচ্ছিল যে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড অভিষেক হচ্ছে দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের বিপরীতে বে ওয়াচ সিনেমায়। এই সিনেমার স্ক্রিপ্টরাইটার ড্যামিয়ান শ্যানন ও মার্ক সুইফট টুইটার পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করছেন।
১৯৯০ সালের একটি জনপ্রিয় টিভি সিরিয়ালের চলচ্চিত্রায়ন এই সিনেমা। বেশ অনেকদিন ধরে প্রিয়াঙ্কা এই সিনেমায় থাকবেন বলে শোনা যাচ্ছিল। হলিউড রিপোর্টার ও পপ সুগার সহ সব বড় বড় বিনোদন মাধ্যমগুলো এই সম্ভাবনা নিয়ে সংবাদ করেছিল। হলিউড রিপোর্টারের এমন একটি সংবাদ রিটুইট করে সিনেমার দুই স্ক্রিপ্টরাইটার নিজেদের যৌথ টুইটার একাউন্ট থেকে পোস্ট করেন, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। তাকে (প্রিয়াঙ্কা চোপড়া) পেয়ে আমরা অনেক আনন্দিত। শোনা যাচ্ছে এই সিনেমায় একটি খলচরিত্রে অভিনয় করবেন তিনি।
৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা ইতিমধ্যে কোয়ান্টিকো টিভি সিরিজ দিয়ে মার্কিন পর্দা মাতিয়েছেন। পিপলস চয়েসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।