Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : বিয়েবাড়ি, চারদিকে উৎসবের আমেজ। বাদ্য বাজছে, ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন তরুণ-তরুণীরা। আবারো বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস, ক্যামেরার সামনে। অবশ্য এরই মধ্যে জনপ্রিয় এই জুটি বড় পর্দার জন্য বিয়ে করেছেন অর্ধশতবারের চেয়ে বেশি।
তার পরও প্রতিবার নতুন চলচ্চিত্র মানেই নতুন করে বিয়ের অভিনয়। ‘পাংকু জামাই’ ছবিতেও তাই। এখানেও শাকিব-অপুর বিয়ে নিয়ে চলছে নতুন আয়োজন। কিন্তু তাতে বাদ সাধলেন খলনায়ক এই চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। তিনি ছিনিয়ে নিতে চান অপুকে। এমনই একটি দৃশ্যের শুটিং বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান।
ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার বলেন, ‘শাকিব অপুর বিয়ে মানে এফডিসিতে চার দিনের উৎসব। বিয়ের অতিথিরা পুরো এফডিসি ঘুরে বেড়াচ্ছে, দেখতে ভালোই লাগছে। দৃশ্যটা একটু বড়, এটা শেষ করতে আমাদের চার দিন সময় লাগবে। যাঁরা অতিথি চরিত্রে অভিনয় করছেন, তাঁদের চার দিনই আসতে হবে। আমি চেষ্টা করছি একজন পরিচালককে যতটুকু সাপোর্ট দেওয়া যায়।’
২ জানুয়ারি এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে ‘পাংকু জামাই’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। শাকিব খান ‘সম্রাট’ ছবির শুটিংয়ে থাইল্যান্ডে থাকায় ওই দিন উপস্থিত হতে পারেননি। ঢাকায় ফিরে দুদিন বিশ্রামের পর ৯ জানুয়ারি থেকে শাকিব শুটিংয়ে অংশ নিচ্ছেন। ছবিতে শাকিব ও অপু ছাড়াও অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, মিশা সওদাগর, ববি, রেহেনা জলি প্রমুখ। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ছবিটির শুটিং চলার কথা রয়েছে।