Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : কৌতুক করেছিলেন রবার্তো কার্লোস। কিন্তু সবাই সিরিয়াস হিসেবে ধরে নিলো! অবশ্য সংবাদটা পান্তো পেলোতা নামের একটি সংবাদ মাধ্যম সিরিয়াস আকারেই করেছিল। সেখানে রসিকতার নাম গন্ধ ছিল না। গত সপ্তাহে তাদের কাছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডারই কথাটা বলেছিলেন। বলেছিলেন, বার্সেলোনা থেকে রিয়ালে ব্রাজিলের অধিনায়ক নেইমারকে নিয়ে আসতে সহায়তা করতে পারেন তিনি। কিন্তু কার্লোস এবার নিজেই জানালেন, ওটা ছিল নির্ভেজাল কৌতুক! “আমি কৌতুক করেই কথাটা বলেছিলাম।
কিন্তু কেউ সেটিকে সিরিয়াসভাবে নিয়েছে।” কার্লোস বলেছেন, “কিন্তু এটা সত্যি যে রিযাল সবসময় বিশ্বের সেরা খেলোয়াড়দেরই সই করায়।” কার্লোস রিয়ালের গ্যালাকটিকো যুগের খেলোয়াড়। ক্লাবটিতে ৪০০’র বেশি ম্যাচ খেলেছেন। ১১ বছর ছিলেন। জিনেদিন জিদান, লুই ফিগো, ডেভিড বেকহাম, রোনালদোদের সাথে জোট বেধে খেলেছেন। ক্লাবে তার প্রভাব এখনো আছে। ৪২ বছর বয়সী কার্লোস বলেছিলেন, “আমি নেইমারকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসতে পারি। এখনো খুব তরুণ সে।
আমি নিশ্চিত যে আগামী বছর ব্যালন ডি’অরে আরো উচুতে থেকে শেষ করবে।” কার্লোসের এই কথা সত্যি না ভেবে উপায় ছিল না। কারণ সংবাদটাই করা হয়েছিল সেভাবে। কিন্তু এই কথায় যারা রোমাঞ্চিত হয়েছিলেন তাদের এখন ভিন্ন প্রতিক্রিয়া হওয়ার সময়! এই খেলোয়াড় এখন মাদ্রিদে। রিয়ালের কোচ সাবেক সতীর্থ জিদান। তার অধিনে দলের অনুশীলনে থাকেন। দেখেন, শোনেন। খবর ছিল, রিয়ালের কোচিং স্টাফ হিসেবে যোগ দিতে পারেন কার্লোস। সেই খবরও উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, তিনি সেখানে কোচিংয়ের নানা ব্যাপার শিখতে গেছেন। এখন কোচিং বিষয়ে পড়াশুনা করার সময় তার। তুরস্ক, রাশিয়া ও ভারতে কোচিং করিয়ে অনেক কিছু শিখেছেন। ৫ বছর ধরে আছেন কোচিংয়ে। কিন্তু এই বিষয়টি নিয়ে আরো অনেক কিছু শিখতে হবে তাকে।