খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় ‘লুঙ্গি ড্যান্স’ গানে শাহরুখ খান ও হানি সিং এর যুগলবন্দী দর্শকদের মাতিয়ে দিয়েছিল। কিন্তু তারপর দুজনের ঝগড়া হয়ে যায়। এক বছর পর সেই বিবাদ মিটিয়ে নিলেন গায়ক হানি সিং। জানা গেছে, একটি পার্টিতে শাহরুখের কাছে গিয়ে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন হানি সিং।
জানা গিয়েছিল, স্ল্যাম ট্যুরের সময় একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখ ও হানি সিংহ। হানি সিংকে শাহরুখ চড়ও মেরেছিলেন। একইসঙ্গে ট্যুর থেকে চলে যেতেও বলেছিলেন হানিকে। শরীর খারাপের কারণ দেখিয়ে কাজ থেকে ছুটি নেন হানি। সম্প্রতি ধীরে ধীরে গান হানিকে ফের প্রচারের আলোয় এনে দিয়েছে। গতকাল রাতে একটি পার্টিতে শাহরুখের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেন হানি। এর প্রমাণ হিসেবে দুজনে একটি ছবিও শেয়ার করেছেন। টাইমস অব ইন্ডিয়া।