Sun. Sep 28th, 2025
Advertisements

20160124_170040খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কনিষ্ট পুত্র জনাব আরাফাত রহমান কেকোর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুর জেলা বিএন পি কার্য্যালয়ে বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম বাতেন এর সভাপতিত্তে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন তার আলোচনায় বলেন, আরাফাত রহমান কোকো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব আদরের সন্তান ছিল। এজন্যই আরাফাত রহমান কোকোকে তিনি রাজনীতির বাহিরে রেখে ছিলেন। কিন্তু ১/১১ এর কুশিলবরা পরিকল্পিত ভাবে জিয়া পরিবারকে ধংস করার জন্য বিনা কারণে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে তার উপর পাশবিক নির্যাতন করে দিনের পর দিন কারা বরন করে রাখেন কারাগার থেকে বের হলে তিনি অসুস্থ হয়ে পড়েন সেই অসুস্থতার জেরেই তার এই নির্মম মৃত্যু হয়।