Wed. Sep 17th, 2025
Advertisements

10খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে অন্তত পাঁচজন নিখোঁজ হয়েছেন, আহত হন দুইজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইমচর থানার এসআই আনোয়ার হোসেন।
আহতরা হলেন আব্দুল করিম (৫৫) ও সুমন (২৫)। তাদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, হাইমচরের আলগী বাজারের তেলির মোড় থেকে ৫০ জন যাত্রী নিয়ে ইশানবালা যাচ্ছিল ট্রলারটি।
“মাঝ নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।”
অধিকাংশ যাত্রী সাঁতরে কূলে উঠলেও অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন এবং দুইজন আহত হন বলে জানান তিনি।
আহতদের একজন হলো দেড় বছরের শিশু ফাহিম। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই আনোয়ার হোসেন আরও জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে ঘটনাস্থলে গেছে।