Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোয়া ওঁলাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। আজ মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারতে অবস্থিত ফ্রান্স দূতাবাসে এই আমন্ত্রণ গ্রহণ করেন বচ্চন বধূ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া ছাড়াও শাহরুখ খান ও ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, চিরাচরিত ভারতীয় নারীর সাজে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। লাল ও গোলাপি রঙের শাড়িতে অনেক বেশি মোহনীয় লেগেছে এই বলিউড অভিনেত্রীকে। সোনালি রঙের গয়না, লাল টিপ ও লিপস্টিক এবং চুলে লাল রঙের গোলাপ ফুলে সেজেছিলেন তিনি। এতে আরো বলা হয়, প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে তিনদিনের সফরে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোয়া ওঁলাদ।