Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: অভিনেত্রী হিসেবে হলিউডের ইতিহাসের সর্বকালের একজন হিসেবে ধরা হয় অ্যাঞ্জেলিনা জোলিকে। হলিউডের শীর্ষ আবেদনময়ীর খেতাবও আগেই পেয়েছেন। অভিনেত্রী হিসেবে অস্কারসহ প্রায় সব পুরস্কারই পেয়েছেন নিজ যোগ্যতাবলে। এদিকে অভিনয়ের পর পরিচালক হিসেবেও দারুণ সফল জোলি।
তার পরিচালিত প্রথম ছবি ‘আনব্রোকেন’ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে দর্শকমহলে। গত বছরই মুক্তি পায় তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘বাই দ্যা সী’। এ ছবিটিও ছিল বেশ আলোচিত। এদিকে বর্তমানে অভিনয় নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন জোলি। এরই মধ্যে ‘সল্ট-২’ ছবির কাজ শুরু করেছেন তিনি।
লর্জেঞ্জো জি প্রযোজিত এ ছবিটির শুটিং গত এক সপ্তাহ ধরে করছেন জোলি। এর আগে ২০১০ সালে ‘সল্ট’ নামক ছবিটির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন জোলি। নতুন খবর হলো এবার এর সিক্যুয়াল ছবিতে বেশকিছু আপত্তিকর দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে জোলিকে। এরই মধ্যে একটি দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
স্নানের এ দৃশ্যটি বেশ গোপনে ধারণ করা হয়েছে। এ ধরনের দৃশ্যে দীর্ঘ সময় পর কাজ করলেন জোলি। তবে ছবিটি নিয়ে দারুণ এক্সাইটেড তিনি। এ বিষয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘সল্ট-২’ ছবির কাজ শুরু করলাম। অনেক বড় বাজেটের ছবি। এখানে রোমান্টিক দৃশ্যে যেমন দেখা যাবে আমাকে, তেমনি অ্যাকশন দৃশ্যেও।
সুপারহিট জোলিকেও দর্শক এ ছবির মাধ্যমে অনেক দিন পর দেখতে পাবেন। সব মিলিয়ে আমি ছবিটি নিয়ে দারুণভাবে আশাবাদী। আশা করছি, ছবিটি ভালো লাগবে সবার।