Tue. Sep 16th, 2025
Advertisements

2খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : বইমেলা চলাকালে ব্যক্তিগত নিরাপত্তা চাইলে লেখক, প্রকাশক ও ব্লগারদের নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি কোনো লেখক, প্রকাশক বা ব্লগার তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন তাহলে তারা নিরাপত্তা চাইতে পারেন। পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেয়া হবে।
আছাদুজ্জামান মিয়া আরো বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডসহ সকল প্রকার হুমকিকে মাথায় রেখেই বইমেলায় এবার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।