Mon. Sep 15th, 2025
Advertisements

48খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : সুন্দর দেখতে পুরুষেরা স্বার্থপর হয়ে থাকে। লন্ডনের ব্র“নেল ইউনিভার্সিটির গবেষকেরা ১২৫ জন নারী ও পুরুষের মধ্যে জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছেন।
জরিপ বলছে, সৌন্দর্যের কারণে পুরুষেরা সামাজিকভাবে প্রশংসা পেয়ে থাকে। অনেক ক্ষেত্রে গুরুত্বও বেশি পায়। এ কারণে তাদের মধ্যে একধরনের বৈষম্যমূলক মানসিকতা তৈরি হয়। তারা অনেক সময় অন্যদের অবজ্ঞা করে। নিজেদের সেরা ভাবে। সব সময় সেরাটাই পেতে চায়।
জ্যেষ্ঠ গবেষক ও অধ্যাপক মাইকেল প্রিস বলেন, জরিপের ফলাফল বলছে, সুন্দর দেখতে চেহারার পুরুষেরা বেশি স্বার্থপর হয়। তাদের মধ্যে বৈষম্যমূলক মনোভাব বেশি থাকে।
থ্রিডি স্ক্যানার দিয়ে এই জরিপ চালানো হয়। শারীরিক গঠন, কোমরের মাপ অনুসারে ভিত্তি ধরে দুই দলে অংশগ্রহণকারীদের ভাগ করা হয়। এরপর তাদের ব্যক্তিত্ব, সামাজিক আচরণ, অন্যের প্রতি মনোভাব বিষয়ে প্রশ্ন করা হয়।
মাইকেল প্রিস বলেন, সুন্দর পুরুষেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। অন্যের ব্যাপারে উদাসীন থাকে।