খোলা বাজার২৪, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০১৬ : বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রিয়া সর্বজয়াকে। সম্প্রতি আইসক্রিমের এই বিজ্ঞাপনচিত্রের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে রাজধানীর তেজগাঁ’র কোক স্টুডিওতে।
এর আগে ক্রিকেটার সাকিবকে একাধিক বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা গেলেও এবারই প্রথম বিজ্ঞাপনের মডেল হলেন অভিনেত্রী শ্রিয়া। আর অভিষেকেই সাকিবের সঙ্গে বিজ্ঞাপনের মডেল হয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
এ বিজ্ঞাপন প্রসঙ্গে শ্রিয়া বলেন, ‘সাকিব আল হাসানের খেলা আমি খুব পছন্দ করি। প্রিয় একজনের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা খুবই আনন্দের।’
নির্মিত এ বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন জিবরান তানভীর। খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারিত হবে বলে জানা গেছে।