Wed. Sep 17th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের সঙ্গে পাল্লা দিতে নোকিয়া কিনলেও কোনো সাড়া ফেলতে পারেনি মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত ফোনগুলো ব্যবহারকারীদের নানা কারণেই আগ্রহ সৃষ্টি করতে পারেনি। বিশেষ করে উইন্ডোজের সীমিত ফিচার এবং অ্যাপসের স্বাধীনতা না থাকায় অ্যান্ড্রয়েডই এগিয়ে।
তবে ডিজাইনের দিক থেকে এবার ‘সবচেয়ে সুন্দর’ ফোন এনেছে ভায়ো (ঠঅওঙ)। জাপানের বাজারের জন্য আনা এ ফোনে কোনো সিম থাকবে না। চলবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে। একে বলা হচ্ছে ‘ঠঅওঙ চযড়হব ইরু’।
ভায়ো এর আগে সনির সঙ্গে যুক্ত হয়ে বেশ চমৎকার কিছু ল্যাপটপ এনেছে। এবার ফোনের বাজারেও নিজেদের মুন্সিয়ানাটা দেখিয়ে দিতে চাইছে।
ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, ৫.৫ ইঞ্চির ১০৮০ঢ় ডিসপ্লে।
এটি জাপানের বাজারে এলেও অন্যান্য দেশে কবে আসবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।