Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: সিনেমায় মুসলমানদেরকে 42kনেতিবাচকভাবে উপস্থাপনার অভিযোগ এনে সোনাম কাপুর অভিনীত ‘নিরজা’ সিনেমাটিকে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে।
১৯৮৬ সালে করাচিতে প্যানঅ্যাম এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের বাস্তব কাহিনী নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ওই বিমানের ২৩ বছর বয়সী ভারতীয় কর্মকর্তা নিরজা ভানোতের সাহসিকতা এবং আত্মত্যাগ তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
সন্ত্রাসীদের কবলে পড়ার পর বিমানের পাইলট, কো-পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়াররা পালিয়ে যান। এরপর উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পুরো বিমানের দায়িত্ব এসে পড়ে নিরজার ঘাড়ে। অন্যান্যদের সহায়তায় বিমানের মার্কিন যাত্রীদের পাসপোর্ট লুকিয়ে ফেলেন তিনি।
এর এক পর্যায়ে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বিস্ফোরণ ঘটালে বিমানের পেছনের দরজা খুলে যাত্রীদের নামাতে থাকেন নিরজা। শেষ পর্যন্ত তিনটি শিশুকে আড়াল করতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সোনমের ক্যারিয়ারের অন্যতম একটি মাইলফলক হবে এই ‘নিরজা’। ১৯ ফেব্র“য়ারী ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।