Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: বয়স ৫০। বি-টাউনের মোস্ট এলিজেবল ব্যাচেলার তিনি। বিয়েও করতে চান। কিন্তু তাঁর কাছে না কি কোনো অপশন নেই। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সালমান খান! বিয়ে নিয়ে মিডিয়ার অনবরত প্রশ্নে জোরবার হয়ে এ কথা কবুল করলেন খোদ ভাইজান। তাঁর কথায়, ‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ে করার বয়স হয়নি।
তার পর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনো অপশন নেইৃ।’ সালমানের অনুরাগীরা শুনছেন তো? বোন অর্পিতা খানের বিয়ের পর বদলে দিয়েছে সালমানের বিয়ে সংক্রান্ত ধারণা। গতকালই তিনি পুনের একটি কলেজে গিয়ে বলেছেন, ‘বিয়ে না হলেও অন্তত তিন-চারটা সন্তান আমার চাই।’ সুতরাং বোঝাই যাচ্ছে বিয়ের করার জন্য তৈরি সল্লু মিঞা। কিন্তু প্রশ্ন হল, পাত্রী কে হবেন