খোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : অবশেষে অনেকদিন পর মিলাকে পাওয়া গেল ভালোবাসা দিবসের কনসার্টে। নিজের মিউজিশিয়ানদের নিয়ে গড়া ব্যান্ড দলসহ দর্শক মাতালেন তিনি। এর বাইরে নিজের অ্যালবামও একটু একটু করে গোছাচ্ছেন বলে জানা গেল।
এ প্রসঙ্গে মিলা জানান, ‘মাঝে আমার খানিক বিরতি গেছে ঠিকই, তবে আমি আবারও গানের ছন্দেই ফিরে এসেছি। নিজের গানগুলো নিয়ে নিয়মিত প্র্যাকটিসও চলছে। ব্যক্তিগত ব্যস্ততা বা সংকটে হয়ত আমাকে নিয়মিত দর্শকেরা পাননি তবে এখন থেকে তারা পাবেন।’
উল্লেখ্য, মিলা দীর্ঘদিন পর ‘সুন্দরী কমলা নাচে’ শীর্ষক একটি নতুন ভিডিও দিয়ে দর্শকদের ভেতরে আলোচনায় আসেন। গেল বছর ভিডিওটি রিলিজ পাবার পর দর্শকদের ভেতরে আলোচনাও তৈরি হয়।
এছাড়া জি সিরিজের সাথে মিলা’র দীর্ঘমেয়াদী চুক্তি সংকট নিয়েও একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই বিষয়টিও মিলা সম্প্রতি সমাধান করে, নতুন উদ্যোমেই কাজ শুরু করেছেন।
তবে ঠিক কবে নতুন অ্যালবাম বা গানের ভিডিও বের হবে তা এখনও স্পষ্ট করে জানাননি তিনি।