খোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ :ঈদুল আজহা আসতে এখনো অনেক দেরি। তবে এখনই সেই ঈদকে সামনে রেখে কাজ শুরু করে দিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। তাঁর ছবিতে অভিনয় করবেন শাকিব খান। প্রতি ঈদে খোকন শাকিবকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। এ বছরও সেটার ব্যতিক্রম হচ্ছে না। ছবির নাম ‘বাদশা’।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘প্রতি বছর অন্তত একটি ঈদে নায়ক শাকিব খানেক নিয়ে বড় বাজেটের ছবি উপহার দেই। শাকিবকে নিয়ে নির্মিত ‘নাম্বার ওয়ান শাকিব খান’ ও ‘রাজাবাবু’ এর আগের ঈদগুলোতে সাফল্য পায়। এরই ধারাবাহিকতায় আগামী কোরবানির ঈদের জন্য নির্মাণ করছি নতুন ছবি ‘বাদশা’। শাকিব খানের সাথে এরই মধ্যে চুক্তি হয়েছে। গল্পের কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি শুটিং শুরু করব। সব ঠিক থাকলে মার্চের শেষ দিকে ছবির কাজ শুরু করতে পারব।’
আপনার সব ছবির নায়ক শাকিব খান কেন জানতে চাইলে খোকন বলেন, ‘আমি সব সময় গল্প নির্ভর অ্যাকশন ছবি বানাতে চেষ্টা করি। এ ধরনের ছবি বানাতে অনেক টাকার প্রয়োজন হয়। আবার নতুন বা সাধারণ শিল্পীদের নিয়ে কাজ করতে গেলে টাকা তুলে আনা সম্ভব নয়। কারণ শাকিবের ভক্ত অনেক, তাঁর নাম শুনেই দর্শক হলে যায়। আমরা যারা শাকিবকে নিয়ে ছবি নির্মাণ করি, তারা যদি ভালো গল্প নিয়ে ছবিটি বানাই, সেটার টাকা কিন্তু ঠিকই উঠে আসে। ছবি নির্মাণের সময় যদি মাথায় রাখতে হয় প্রযোজকের টাকা উঠে আসবে কি না, তাহলে তো আর ছবি বানানো যাবে না। তা ছাড়া আমি সবসময় শাকিবকে নিয়ে ছবি বানাতে স্বাচ্ছন্দবোধ করি।’
কমল সরকারের গল্প নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি। এর কোনো অংশ বিদেশি ছবি থেকে নকল করা হয়নি বলে দাবি করেছেন পরিচালক। মৌলিক গল্পের এই ছবি ঈদকে আরো রাঙিয়ে দেবে বলে মন্তব্য করেন তিনি।