Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: নেইমারের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত হবে, এমন একটা ইঙ্গিত আগে থেকেই ছিল। কবে হবে, তা নিয়ে ছিল প্রশ্ন। কর ফাঁকির মামলায় এবার নেইমারের ব্যক্তিগত বিমানসহ প্রায় ৫ কোটি ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার পরোয়ানা জারি করেছে ব্রাজিলের আদালত। গত বছরের সেপ্টেম্বরেই রায় দিয়েছিল আদালত।
২০১১-১৩-র মধ্যে আয় কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন ব্রাজিলীয় তারকা। এর শাস্তি হিসেবে সেই সময়ে নেইমারের প্রায় ৪৮ মিলিয়ন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল সাও পাওলোর ফেডারেল আদালত। এ নিয়ে অল্প ক’দিনের মধ্যেই ব্রাজিলেই দু’টি মামলায় শাস্তি পেলেন নেইমার।
এর আগে অন্য একটি মামলায় ২০০৭-০৮ সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ব্রাজিলের তারকা স্ট্রাইকারকে ১ লাখ ইউরো জরিমানা করেছিল আদালত। এখানেই অবশ্য সব কিছুর শেষ নয়। বার্সেলোনায় দলবদল-ফি নিয়েও নেইমারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নেইমার ও তাঁর পরিবারের বিরুদ্ধেও মামলা চলছে।