Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : সাবেক অ্যাটর্নি জেনারেল জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলামের মরদেহ আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে আনা হবে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমিনুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানাবেন বিচারপতি ও আইনজীবীরা। নামাজে জানাজা শেষে দাফন করতে মাহমুদুল ইসলামকে নেওয়া হবে তার গ্রামের বাড়ি রংপুরে।
এদিকে দেশের বরেণ্য ও প্রথিতযশা আইনজীবী মাহমুদুল ইসলামের মৃত্যুতে বুধবার আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশে বেলা এগারটা পর্যন্ত চলেছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ চলবে দুপুর সোয়া একটার মধ্যাহ্ন বিরতি পর্যন্ত।
দেশের অন্যতম সেরা আইনজ্ঞ মাহমুদুল ইসলাম সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাহমুদুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তার লেখা গ্রন্থের মধ্যে রয়েছে কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এবং ইন্টারপ্রিটেশন অব স্ট্যাটিউটস অ্যান্ড ডকুমেন্টস।