খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: রাজধানীর দক্ষিণখানে এক কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আবদুর রহমান স্বাধীন, আরিয়ান, আবদুর রহমান সজীব, মো. নাজমুল হুদা শাওন ও শাকিল নামে ৫ নজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। দক্ষিণ খান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দক্ষিণখানের ৪০ নম্বর মুক্তিযোদ্ধা রোডের একটি বাসায় ধর্ষণের এ ঘটনা ঘটেছে। রবিবার ওই কিশোরী থানায় এসে মামলা করার পর পুলিশ দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ডাক্তারি পরীক্ষার জন্য বর্তমানে কিশোরীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।